ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সৌদির সঙ্গ ছাড়তে চান না ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ১৮ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদির সঙ্গ ছাড়তে চান না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির ঘটনায় ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সঙ্গ ছাড়তে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ ব্যাপারে নিজের অবস্থানের কথা সাফ জানিয়েছেন তিনি।

সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়েছিল তিনি রিয়াদের সঙ্গ ছাড়তে চান কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটা করতে চাই না। ‘

এর পেছনে যুক্তি তুলে ধরে ট্রাম্প বলেন, তিনি আশা করছেন খাশোগির নিখোঁজের পেছনে সৌদি নেতারা সংশ্লিষ্ট নন।

খাশোগি ইস্যুতে ইতিমধ্যে  সৌদি আরব ও তুরস্ক সফর করে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। চলতি সপ্তাহে এ বিষয়ে তার কাছ থেকে একটি প্রতিবেদন প্রত্যাশা করছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমি চাই কী ঘটেছিল সেটা খুঁজে বের করা হোক, ভুলটা কোথায় হয়েছিল এবং সম্ভবত আমরা এই সপ্তাহের শেষেই সেটা জানতে পারব।’

গত ২ অক্টোবর জামাল খাশোগি তার তুর্কি বাগদত্তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করেন। সৌদি নাগরিক খাশোগি সেখানে তার প্রথম বিয়ের তালাকের কাগজপত্র সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই দিন বিকেলে তার বাগদত্তা জানান, খাশোগি কনস্যুলেটে প্রবেশের পর আর সেখান থেকে বের হননি। তুরস্কের দাবি, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যার পর তার লাশ সরিয়ে ফেলা হয়েছে। তবে সৌদি আরব তুরস্কের দাবিকে ‘মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ’ বলে উড়িয়ে দিয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১৮ অক্টোবর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ