ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফের সৌদি যুবরাজকে সমর্থনের ঘোষণা দিলেন ট্রাম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফের সৌদি যুবরাজকে সমর্থনের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইয়ের মূল্যায়ন প্রতিবেদনে সাংবাদিক জামাল খাশোগি খুনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নাম আসার পরও তাকে সমর্থনের কথা পুর্নব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সমর্থনের কথা বলেন।

খাশোগি হত্যায় যুবরাজের সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প এ বিষয়ে  মন্তব্য  করতে অস্বীকৃতি জানান।

তবে ট্রাম্প বলেছেন, ‘সে সৌদি আরবের নেতা। তারা আমাদের ভালো মিত্র।’

সৌদির পাশে দাঁড়ানো মানে যুবরাজের পাশে দাঁড়ানো কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই মুহূর্তে সেটাই নিশ্চিত করছে।’

খাশোগি ইস্যুতে মার্কিন সিনেট সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞার প্রস্তাব আনবে না বলে মনে করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমরা যে শত শত কোটি ডলার অর্জন করছি সেটা রাশিয়া ও চীনের কাছে চলে যাবে লোকজন এ ধরণের পরামর্শ দেবে না বলে আমি সত্যিকারার্থে আশা করি।’





রাইজিংবিডি/ঢাকা/১২ ডিসেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়