ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

সিরিয়া থেকে ইরানের প্রত্যেকটি সেনাকে বহিস্কারের হুমকি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:০৫, ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরিয়া থেকে ইরানের প্রত্যেকটি সেনাকে বহিস্কারের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সিরিয়া থেকে ইরানের প্রত্যেকটি সেনাকে বহিস্কার করা হবে। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোর আমেরিকান ইউনিভার্সিটিতে দেওয়া ভাষণে তিনি ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে আলোচনার সময় এ হুঁশিয়ারি দিয়েছেন।

পম্পেও তার ভাষণে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব ঠেকাতে আঞ্চলিক দেশগুলোকে রেষারেষি বন্ধের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আঞ্চলিক মহাকল্যাণের জন্য পুরোনো রেষারেষি বন্ধের এখনই সময়।’

গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এবং আঞ্চলিক মিত্রদের আশ্বাস দিতেই মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন পম্পেও।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরান থেকে সর্বশেষ সেনাটিকে বের করতে  যুক্তরাষ্ট্র কূটনীতি ব্যবহার করবে এবং আমাদের অংশীদারদের সঙ্গে কাজ করবে।’

প্রাক্তন বারাক ওবামা প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতিরও সমালোচনা করেছেন পম্পেও। তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্রমহ্রাসমান ও এর প্রধান শত্রু ইরানের উত্থানের জন্য ওবামার ভুল নীতিকে দায়ী করেছেন।





রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়