ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিপাইনে চার্চে জোড়া বোমা হামলায় নিহত ১৯

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৯, ২৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে চার্চে জোড়া বোমা হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণে একটি চার্চে জোড়া বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৪২ জন।

জোলো দ্বীপে একটি রোমান ক্যাথলিক ক্যাথেড্রলে সানডে মাস উদযাপনের সময় প্রথম বিস্ফোরণ ঘটে। সেনাবাহিনী এ হামলার জবাব দিতে গেলে চার্চের পার্কিং এলাকায় দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে।

এই এলাকাটি ঐতিহাসিকভাবে মুসলমান অধ্যুষিত। গত সপ্তাহেই এই এলাকায় বৃহত্তর স্বায়ত্তশাসনের দাবিতে গণভোট অনুষ্ঠিত হয়।

জোলো বহু দিন ধরেই ইসলামী জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। অন্যান্য জঙ্গি গ্রুপের সঙ্গে এখানে রয়েছে কুখ্যাত আবু সায়াফ গ্রুপ।

স্থানীয় সময় রোববার সকাল পৌনে ৯টায় কাউন্ট কারমেলের ‘ক্যাথেড্রল অব আওয়ার লেডি’ চার্চে প্রথম বোমা বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে বেসামরিক লোক ও সেনাসদস্য রয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা নিয়ে মতভেদ আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, চার্চে যাওয়ার প্রধান সড়ক বন্ধ করে ভারী সামরিক যান নিয়ে আছে সেনাবাহিনী।

উল্লেখ্য, গত সপ্তাহে ফিলিপাইনের দক্ষিণে মুসলমান অধ্যুষিত এলাকায় গণভোটে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল সৃষ্টির পক্ষে ভোট পড়ে। তবে সুলু প্রদেশের (যেখানে জোলো অবস্থিত) ভোটাররা এই গণভোট প্রত্যাখ্যান করে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/২৭ জানুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়