ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী মাদুরো

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫০, ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজী মাদুরো

আন্তর্জাতিক ডেস্ক : রাজনৈতিক সংকট নিরসনে বিরোধীদের সঙ্গে আলোচনা এবং আগাম নির্বাচন দিতে রাজী হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার রুশ বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

রাজধানী কারাকাসে দেওয়া সাক্ষাৎকারে মাদুরো বলেছেন, ‘ভেনেজুয়েলার জন্য আমরা যাতে একটি ফলপ্রসু আলোচনা করতে পারি সে জন্য আমি বিরোধীদের সঙ্গে সমঝোতা বৈঠকের জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে নির্বাচন সেরে ফেলাটা ভালো হতে পারে। এটা রাজনৈতিক আলোচনার জন্য ভালো কাঠামোও হতে পারে।’

মাদুরো অবশ্য শিগগিরই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভবনা বাতিল করে দিয়েছেন।

তিনি বলেছেন,‘ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে। যদি সাম্রাজ্যবাদীরা নতুন নির্বাচন চায় তাহলে তাদেরকে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

গত কয়েক বছর ধরেই মাদুরো সরকার অর্থ সংকটে ভুগছে। আর এ কারণে দেশটিতে  মুদ্রাস্ফিতি, বিদ্যুৎ সংকট ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। ফলে প্রতিনিয়ত বিরোধীদের বিক্ষোভ সামাল দিতে হচ্ছে মাদুরো সরকার।

গত সপ্তাহে নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন বিরোধী দলীয় নেতা গুয়াইদো। তাকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ২০টি দেশ। আর মাদুরোকে সমর্থন জানিয়েছে রাশিয়া, তুরস্কসহ কয়েকটি দেশ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জানুয়ারি ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়