ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ড্রাইভিং লাইসেন্স বাতিল করলেন প্রিন্স ফিলিপ

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪০, ১০ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ড্রাইভিং লাইসেন্স বাতিল করলেন প্রিন্স ফিলিপ

আন্তর্জাতিক ডেস্ক : নিজের ড্রাইভিং লাইসেন্স স্বেচ্ছায় বাতিল করেছেন যুক্তরাজ্যের প্রিন্স ও এডিনবার্গের ডিউক ফিলিপ। বাকিংহাম প্যালেস সূত্রে এ তথ্য জানা গেছে।

নরফোকের সানড্রিংহাম এস্টেটে এক গাড়ি দুর্ঘটনায় দুঃখ প্রকাশের কয়েক দিন পর নিজের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেছেন প্রিন্স ফিলিপ। ওই গাড়ি দুর্ঘটনায় ফিলিপের ল্যান্ড রোভার ফ্রিল্যান্ডার অপর কিয়া কোম্পানির একটি গাড়ির সাথে সংঘর্ষের পর একপাশে পাশে উল্টে কাত হয়ে গিয়েছিল।

ওই দুর্ঘটনার পর ফিলিপ সিটবেল্ট ছাড়া গাড়ি চালান, যা বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ প্রকাশ পায়। এর দুই দিন পর নরফোক পুলিশ প্রিন্সকে তার নিরাপত্তার ব্যাপারে ‘উপযুক্ত পরামর্শ’ দেয়।

রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেস জানিয়েছে, শনিবার নিজের ড্রাইভিং লাইসেন্স বাতিল করেন প্রিন্স ফিলিপ।

এক বিবৃতিতে রাজপ্রাসাদ জানায়, ‘সচেতন বিবেচনার পর এডিনবার্গের ডিউক স্বেচ্ছায় নিজের ড্রাইভিং লাইসেন্স আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।’

নরফোক পুলিশ নিশ্চিত করেছে যে, এডিনবার্গের ডিউক যথাযথ কর্মকর্তাদের কাছে তার ড্রাইভিং লাইসেন্স সমর্পণ করেছেন। এটি এখন চালক ও যানবাহনের লাইসেন্স প্রদানকারী সংস্থার (ডিভিএলএ) কাছে হস্তান্তর করা হবে।

তথ্য : বিবিসি




রাইজিংবিডি/ঢাকা/১০ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়