ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বাণিজ্যযুদ্ধ বন্ধে চীন-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা শুরু

সাইফুল আহমেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাণিজ্যযুদ্ধ বন্ধে চীন-যুক্তরাষ্ট্র উচ্চ পর্যায়ের আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : বাণিজ্যযুদ্ধ বন্ধে আলোচনায় বসেছে বিশ্বের বৃহৎ অর্থনীতির দুটি দেশ যুক্তরাষ্ট্র ও চীন।

বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ে দেশ দুটির মধ্যে উচ্চ পর্যায়ের এই আলোচনা শুরু হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জিনহুয়া জানিয়েছে, ‍বৃহস্পতিবার চীনের উপপ্রধানমন্ত্রী লিউ হে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটিজার ও অর্থমন্ত্রী স্টিভেন মনুচিনের সঙ্গে আলোচনায় বসেন।

যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে জানিয়েছে, তারা যদি মার্কিন দাবি অনুসারে বাণিজ্যনীতি সংশোধন না করে তবে আগামী ১ মার্চ থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ থেকে ২৫ শতাংশ করা হবে।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যদি চলতি সপ্তাহে বেইজিংয়ে দুই দেশের বাণিজ্য আলোচনায় অগ্রগতি হয় তবে তিনি এ সময়সীমা বাড়াতে পারেন।

তথ্য : আল জাজিরা



রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়