ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কেনিয়ায় বিমানবন্দর কর্মীদের ধর্মঘট

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ৬ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় বিমানবন্দর কর্মীদের ধর্মঘট

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার প্রধান চারটি বিমানবন্দরে কর্মীদের ধর্মঘটের কারণে বিপাকে পড়েছে হাজার হাজার যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ ও জাতীয়  বিমান সংস্থার একীভূতকরণের সিদ্ধান্তের প্রতিবাদে এ ধর্মঘট বলে কর্মীরা জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, পূর্ব আফ্রিকার সবচেয়ে বড় বিমানবন্দর জোমো কেনিয়াত্তায় বুধবার ৬০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া যাত্রী ছাড়াই কয়েকটি বিমান গন্তব্যে যাত্রা করেছে।

সরকারের পক্ষ থেকে এ ধর্মঘটের নিন্দা জানিয়ে একে অবৈধ আখ্যা দেওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিমান বাহিনীর কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানীর প্রধান বিমানবন্দরে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। ধর্মঘটিদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করা হয়েছে।

কেনিয়ায় এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। আর্মস্টার্ডাম, লন্ডন ও মুম্বাইগামী ফ্লাইটগুলোতে যাত্রী আরোহনের ব্যবস্থা করা হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলো দ্রুত চালু হবে।

ধর্মঘট আহ্বানকারী সংগঠন কেনিয়া এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের মহাসচিব মোস এনদিয়েমাকে আটক করা হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/৬ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়