ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ট্রাম্পের রুশ সংযোগ : প্রতিবেদন জমা দিয়েছেন মুয়েলার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ২৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের রুশ সংযোগ : প্রতিবেদন জমা দিয়েছেন মুয়েলার

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ট্রাম্পের শিবির ও রাশিয়ার মধ্যে সংশ্লিষ্টতার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটির প্রধান রবার্ট মুয়েলার তার প্রতিবেদন জমা দিয়েছেন। মুয়েলার তার প্রতিবেদনে নতুন কোনো অভিযোগ গঠনের সুপারিশ করেননি বলে জানিয়েছেন বিচার বিভাগের এক কর্মকর্তা।

মুয়েলার এর আগে ট্রাম্পের ছয় সহযোগি ও একাধিক রুশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিলেন।

বিবিসি জানিয়েছে,অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার এখন এই প্রতিবেদনের সারসংক্ষেপ তৈরি করবেন এবং কংগ্রেস সদস্যদের প্রতিবেদনের কতটুক অংশ দেখানো হবে, তাও নির্ধারণ করবেন তিনি।

কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে বার জানিয়েছেন, তিনি আশা করছেন প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি রোববারের মধ্যেই জানাতে পারবেন।

২২ মাস আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোড রোজেনস্টেইন মুয়েলারকে বিশেষ কাউন্সেল হিসেবে নিয়োগ দিয়েছিলেন। মুয়েলার তার প্রতিবেদনে অভিশংসনের কোনো সুপারিশ করে থাকলে তার ব্যাখ্যাও তিনি দেবেন বলে আশা করা হচ্ছে।

রুশ সংশ্লিষ্টতার অভিযোগের ব্যাপারে শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ও শীর্ষ রিপাবলিকান নেতারা তদন্তের বিরোধী ছিলেন। তারা একে ‘উইচ হান্ট’ হিসেবে অ্যাখ্যা দিয়ে আসছেন।



রাইজিংবিডি/ঢাকা/২৩ মার্চ ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়