ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীলঙ্কায় চার্চে ফের হামলার চেষ্টা

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ২২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীলঙ্কায় চার্চে ফের হামলার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় রোববার সিরিজ বোমা হামলায় বহু হতাহতের ঘটনার পর আবারো সেখানে হামলার চেষ্টা হয়েছে।

সোমবার বিকেলে রাজধানী কলম্বোর কোচচিকাদের সেইন্ট অ্যান্থনি চার্চের বাইরে জামপেত্তাহ সড়কে একটি গাড়িতে বিস্ফোরক পাওয়া যায় বলে জানিয়েছে শ্রীলঙ্কার ডেইলি মিরর।

খবর পেয়ে সে দেশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের বোমা নিষ্ক্রিয় ইউনিটের সদস্যরা সোমবার বিকেল ৪টার দিকে গাড়িতে রেখেই বোমাটির নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান।

এতে গাড়িতে আগুন ধরে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।

এছাড়া দেশটির ম্যানার সিটির একটি বাগান থেকে ড্রামভর্তি বিস্ফোরক উদ্ধার করার খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কার সানডে টাইমস জানিয়েছে, ওই এলাকার বাসিন্দারা বাগানে বিস্ফোরক ভর্তি ড্রাম দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে ধ্বংস করে দেয়।

এর আগে, রোববার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ দেশটির বিভিন্ন গির্জায় ও পাঁচ তারকা হোটেলে সিরিজ বোমা হামলায় ২৯০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় পাঁচশ। নিহতদের মধ্যে ৩২ বিদেশি নাগরিক রয়েছেন।

রোববার সকালে এই সেইন্ট অ্যান্থনি চার্চেই প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে।




রাইজিংবিডি/ঢাকা/২২ এপ্রিল ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়