ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরাকে আটকে রাখা ৪৫ বাংলাদেশিকে উদ্ধার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৯, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরাকে আটকে রাখা ৪৫ বাংলাদেশিকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদের একটি বাড়িতে আটকে রাখা ৪৫ বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বাগদাদের পুলিশ কমান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার ইরাকি নিউজ ডটকম নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব বাংলাদেশি শ্রমিককে বাগদাদের কেন্দ্রস্থলের একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল। ভবিষ্যতে কাজে লাগানোর জন্য তাদেরকে একটি শ্রমিক প্রতিষ্ঠান আটকে রেখেছিল। আইনগত অনুমতি পাওয়ার পর  আলাউইয়া পুলিশ স্টেশনের পক্ষ থেকে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ৪৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

এসব শ্রমিককে আটকে রাখার অভিযোগে ঘটনাস্থল থেকে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দুজন ইরাকি ও চার জন বাংলাদেশি রয়েছে। ওই ইরাকিদের সঙ্গে যোগসাজশে চার  বাংলাদেশি চাকরির প্রলোভন দেখিয়ে ৪৫ বাংলাদেশিকে আটকে রেখেছিল।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ এপ্রিল ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়