ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের হিসাব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৯, ১২ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শিক্ষকদের কল্যাণ ট্রাস্টের হিসাব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

সচিবালয় প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের তহবিলের হিসাব চেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কত টাকা কতজনকে দেওয়া হয়েছে এবং কত টাকা কোন হিসেবে জমা রয়েছে সে হিসেব চাওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।

মন্ত্রণালয়ের একটি বিশ্বস্ত সূত্র এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্বাবধানে পরিচালিত ট্রাস্টের তথ্য চাওয়া হয়। একইসাথে যৌক্তিকতাসহ ট্রাস্টের অর্থের চাহিদাও জানতে চাওয়া হয়েছে।

সে প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় কল্যাণ ট্রাস্টের কাছে এ সংক্রান্ত তথ্য চেয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয়ের দেওয়া নির্ধারিত ছকের এসব তথ্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে বলা হয়েছে কল্যাণ ট্রাস্টের সদস্য সচিবকে।

কল্যাণট্রাস্ট থেকে হিসাব দেওয়ার পর তা প্রধানমন্ত্রীর অফিসে পাঠানো হবে।




রাইজিংবিডি/ঢাকা/১২ মে ২০১৯/হাসান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়