ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ইরানকে হুমকি সৌদি যুবরাজের

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানকে হুমকি সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক : ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে দ্বিতীয় দফায় হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্যাংকারে হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করে তিনি বলেছেন, রিয়াদের স্বার্থে আঘাত হানলে ‘যে কোনো হুমকি মোকাবেলায় সৌদি দ্বিধা করবে না।’

রোববার আরবভিত্তিক দৈনিক আশারক আল আওসাতকে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ বলেছেন, ‘আমরা এই অঞ্চলে যুদ্ধ চাই না। তবে আমাদের জনগণ, আমাদের স্বার্বভৌমত্ব, আমাদের আঞ্চলিক অখন্ডতা এবং আমাদের গুরুত্বপূর্ণ স্বার্থের ওপর হুমকি এলে তা মোকাবেলায় আমরা দ্বিধা করব না।’

তিনি বলেন, ‘ইরান সরকার তেহরানে জাপানি প্রধানমন্ত্রীর অতিথি হিসেবে উপস্থিত হওয়াকে সম্মান দেখায় নি এবং তার কূটনৈতিক প্রচেষ্টার জবাব দুটি ট্যাংকারে হামলার মাধ্যমে দিয়েছে যার একটি জাপানি।’

বৃহস্পতিবার ওমান উপসাগরে দুটি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর একটি ছিল জাপানের মালিকানাধীন রাসায়নিকবাহী জাহাজ কোকুকা কোরাজাস। অপরটি নরওয়ের মালিকানাধীন ফ্রন্ট আলটেয়ার। আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজ প্রকাশ করে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানই এই হামলা চালিয়েছে। রাসায়নিকবাহী জাপানি ট্যাংকার থেকে একটি যে সামরিক নৌযান গোপনে অবিস্ফোরিত মাইন অপসারণ করেছে সেটি ছিল ইরানের বিপ্লবী বাহিনীর।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়