ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

বিদ্যুৎহীন আর্জেন্টিনা ও উরুগুয়ে

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিদ্যুৎহীন আর্জেন্টিনা ও উরুগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক : ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এর প্রভাবে পাশের দেশ ব্রাজিল ও উরুগুয়েরও বেশ কিছু এলাকা লোডশেডিংয়ের কবলে পড়েছে। আর্জেন্টিনার বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইদিসারের বরাত দিয়ে রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যা ৭টার পরপর অন্ধকারে ডুবে যায় পুরো দেশ। বিদ্যুৎ না থাকায় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা বিকল হয়ে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

টুইটবার্তায় ইদিসার বলেছে, ‘আন্তঃসংযোগ বিদ্যুৎ ব্যবস্থায় ব্যাপক বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।’

আর্জেন্টিনার জ্বালানি মন্ত্রী গুস্তাভো লোপিতেগুই জানিয়েছেন, বিদ্যুৎ চলে যাওয়ার কারণ এখনও চিহ্নিত করা যায়নি।

আর্জেন্টিনার বেসামরিক সুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সাত থেকে আট ঘন্টার মধ্যে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে।

ইদিসার জানিয়েছে, রাজধানী বুয়েন্স আয়ার্সের কিছু অংশ বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হয়েছে। তবে রাজধানীতে বিমানবন্দরগুলোর বিদ্যুৎ ব্যবস্থা জেনারেটরের মাধ্যমে সচল রাখা হয়েছে।

উরুগুয়ের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান ইউটিই এক টুইটে জানিয়েছে, উপকূলীয় এলাকাগুলোতে  বিদ্যুৎ সরবরাহ পুনরায় শুরু হয়েছে।

আর্জেন্টিনার সবচেয়ে বড় পানি সরবরাহ প্রতিষ্ঠান আগুয়া ওয়াই সানিয়ামিয়েন্তোস আর্জেন্টিনোস বিদ্যুৎহীন অঞ্চলগুলোতে পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।



রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়