ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

প্রত্যর্পণ বিলের‘মৃত্যু’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রত্যর্পণ বিলের‘মৃত্যু’

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত প্রত্যর্পণ বিলটির ‘মৃত্যু’ হয়েছে বলে মন্তব্য করেছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, বিলটি নিয়ে সরকারের কাজ ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে।

তবে বিক্ষোভকারীরা বিলটি পুরোপুরি প্রত্যাহারের যে দাবি তুলেছিলেন সে বিষয়ে তিনি কিছু বলেননি।

সংবাদ সম্মেলনে ল্যাম বলেন, ‘সরকারের আন্তরিকতা এবং আইন পরিষদে প্রক্রিয়াটি আবার শুরু করা হবে কি না, তা নিয়ে এখনও সন্দেহ ও উদ্বেগ রয়ে গেছে। তাই আমি এখানে আবার বলছি, এ ধরনের কোনো পরিকল্পনা নেই। বিলটি মৃত।’

এর আগে তিনি বলেছিলেন, ২০২০ সালে বর্তমান আইন পরিষদের মেয়াদ শেষ হলে বিলটি ‘মারা যাবে’।

প্রত্যর্পণ বিলটি নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে হংকংয়ে ব্যাপক অস্থিরতা বিরাজ করছে। বিতর্কিত এই বিলটিতে হংকংয়ের কোনো অপরাধীকে প্রয়োজন হলে চীনের কাছে হস্তান্তর করার বিধান রাখা হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, এর মাধ্যমে হংকংয়ের বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন হবে এবং এটি চীন সরকারের সমালোচকদের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে। বিক্ষোভের মুখে গত মাসে ক্যারি ল্যাম বিলটি আইন পরিষদে উত্থাপন স্থগিত রাখেন। তবে বিক্ষোভকারীরা তার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেন এবং বিলটি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানান। সর্বশেষ গত সপ্তাহে বিক্ষোভকারীরা হংকংয়ের আইন পরিষদ ভবনে প্রবেশ করে এবং সেখানে ভাঙচুর চালায়।

সিভিক পার্টির আইনপ্রণেতা অ্যালভিন ইয়েয়াং অবশ্য বলেছেন, ‘বিলটি মৃত বলা হচ্ছে রাজনৈতিক বর্ণনা এবং এটি আইন পরিষদের ভাষা নয়। আমরা বুঝতে পারছি না প্রধান নির্বাহী কেন প্রত্যাহার শব্দটির ব্যবহার প্রত্যাখ্যান করছেন।’

 

রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়