ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

শান্তির ‘রোডম্যাপে’ তালেবান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শান্তির ‘রোডম্যাপে’ তালেবান

আন্তর্জাতিক ডেস্ক : শেষ পর্যন্ত শান্তির পথে হাঁটতে শুরু করেছে আফগান তালেবান। ১৮ বছরের গৃহযুদ্ধ অবসানে মঙ্গলবার আফগান সরকারের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে তালেবান।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে ওয়াশিংটন এবং এর বিনিময়ে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র হিসেবে ব্যবহার না করার তালেবান প্রতিশ্রুতি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর খুব কাছাকাছি চলে এসেছে তালেবান ও আফগান সরকার।

সোমবার এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, উভয় পক্ষ জনগণের জীবন, সম্পদ ও মর্যাদাকে সম্মান এবং সুরক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে বেসামরিক হতাহতের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে গত ২৯ জুন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে তালেবানের বৈঠক হয়েছিল। ওই বৈঠককে ‘সবচেয়ে সফল’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নিযুক্ত প্রধান মধ্যস্থতাকারী জালমে খলিলজাদ।

তিনি বলেন, ‘তালেবানের সঙ্গে আফগানদের বৈঠক অনেক বড় সাফল্য।’

মঙ্গলবার এক টু্ইট বার্তায় খলিলজাদ বলেছেন, ‘আমি এই আয়োজনের জন্য কাতার ও জার্মানিকে ধন্যবাদ জানাচ্ছি। এই সংলাপ দীর্ঘ ৪০ বছরের যুদ্ধ এবং আফগান জনগণের ভয়াবহ দুর্ভোগ অবসানে আরো আশার সঞ্চার করছে।’

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন, ‘উভয় পক্ষ একটি সুস্পষ্ট চুক্তিতে পৌঁছার আগ পর্যন্ত চলমান সপ্তম দফার আলোচনা অব্যাহত থাকবে।’

আফগান ওমেন্স নেটওয়ার্কের নির্বাহী পরিচালক ও সম্মেলনের প্রতিনিধি ম্যারি আকরামি বলেন, ‘এটা চুক্তি নয়, এটা আলোচনার ভিত্তি। ভালো অংশটি হচ্ছে উভয় পক্ষই বৈঠকে সম্মত হয়েছে। ’


রাইজিংবিডি/ঢাকা/৯ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়