ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘সারাদিন খাওয়ার পেছনে ব্যয় করবেন না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ১০ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘সারাদিন খাওয়ার পেছনে ব্যয় করবেন না’

আন্তর্জাতিক ডেস্ক : দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে অলস সময় কাটানো এবং‘সারাদিন খাওয়ার পেছনে সময় ব্যয়’ না করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

মঙ্গলবার ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের বৈঠকে তিনি এ আহ্বান জানিয়েছেন।

২০১২ সালে শি জিনপিং দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। এরপর থেকেই পদোন্নতি ও শাস্তি এড়াতে কাজে ফাঁকি দেওয়া কিংবা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এড়াতে শুরু করেন চীনা সরকারি কর্মকর্তারা। তবে কমিউনিস্ট পার্টি ও সরকারের তরফ থেকে এ ব্যাপারে বারবার কর্মকর্তাদের সতর্ক করা হচ্ছিল।

বৈঠকে শি বলেছেন,‘দুর্নীতিমুক্ত থাকা এবং দায়িত্ববান হওয়ার সম্পর্কটি সঠিকভাবে নির্ধারণ করা’ গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘দুর্নীতি বিরোধিতাকে আপনি কখনোই দায়িত্ব গ্রহণ না করা কিংবা কোনো কিছুই না করা হিসেবে দেখতে পারেন না। কঠিন দায়িত্ব নিতে সাহসী হোন, ক্ষমতাশালীকে ধরুন এবং স্পর্শকাতর বিষয় মোকাবেলা করুন।’

চীনা প্রেসিডেন্ট সরকারি কর্মকর্তাদের উদ্যমী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘নির্বোধ কর্মকর্তা হবেন না যারা রাজনৈতিকভাবে বিমুখ এবং উদ্যমহীনভাবে কাজ করে। এমন অলস কর্মকর্তা হবেন না যারা সারাদিন খায় এবং অলসভাবে সময় পার করে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১০ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়