ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ত্রিভুবনে ছিটকে পড়ল বিমান, আহত ২

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১২ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ত্রিভুবনে ছিটকে পড়ল বিমান, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক : নেপালে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে থেকে যাত্রীবাহী একটি বিমান ছিটকে পড়েছে। এতে কোন প্রাণহানি হয়নি, দুজন আহত হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নেপালের ইয়েতি এয়ারলাইনসের বিমানটি (এটিআর-৭২-৫০০) শুক্রবার দেশের উত্তরাঞ্চল থেকে ৬৬ জন যাত্রী নিয়ে কাঠমান্ডু এসে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পাশের মাঠে ১৫ মিটার ভেতরে চলে যায়। এতে বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  

বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার বলেন, ‘উদ্ধারকারী দল বিমানটি উদ্ধারে কাজ শুরু করেছে।’

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশের বেসরকারি এয়ারলাইনস ইউএস বাংলার যাত্রীবাহী একটি বিমান। এতে ৫১ জন নিহত হয়।

তথ্যসূত্র: স্ট্রেইটটাইমস।


রাইজিংবিডি/ঢাকা/১২ জুলাই ২০১৯/সাইফ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়