ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ১৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার দেশটির পূর্বাঞ্চলের প্রত্যন্ত মালুকু দ্বীপপুঞ্জে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ ঘটনায় তাৎক্ষনিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে উত্তর মালুকু প্রদেশের টেরনেট শহরের ১৬৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে।

স্থানীয় দুর্যোগ প্রশমন কর্মকর্তা মানসুর বলেছেন, ‘ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল যার ফলে স্থানীয়রা সন্ত্রস্ত হয়ে বাড়ির বাইরে বের হয়ে আসে। এদের অনেকে এখনো রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে।’

তিনি জানান, কর্মকর্তারা পরিস্থিতির মূল্যায়ণ করছে এবং তাৎক্ষনিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত সপ্তাহে একই প্রদেশে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

গত বছর ইন্দোনেশিয়ার পালুর সুলাওয়েসিতে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনায় নিহত হয় দুই হাজার ২০০ লোক। এছাড়া নিখোঁজ ঘোষণা করা হয় আরো এক হাজার মানুষকে।


রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়