ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ইরান নিশ্চুপ থাকবে না’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ইরান নিশ্চুপ থাকবে না’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানি তেল ট্যাংকার আটকের কঠোর সমালোচনা করে দেশটির সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘শয়তান ব্রিটেন জলদস্যুতা করেছে এবং আমাদের জাহাজ চুরি করেছে... তারা এই কাজকে বৈধ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তবে ইরান এবং যারা আমাদের ব্যবস্থায় বিশ্বাস করে তারা এই শয়তানি কাজের জবাবে নিশ্চুপ থাকবে না।’

মঙ্গলবার খামেনি এক সমাবেশে এ কথা বলেছেন।

পরমাণু চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়ন প্রসঙ্গে তিনি বলেছেন, ইউরোপীয় অংশীদাররা তাদের দায়িত্ব পুরোপুরি পালন করে নি। তাই ইরান পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন কমানো অব্যাহত রাখবে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন ইউরোপ পরমাণু সমঝোতায় ইরানকে ১১টি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তারা এর একটিও বাস্তবায়ন করে নি। আমরা সমঝোতায় দেওয়া সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি, এমনকি প্রতিশ্রুতির চেয়েও বেশি কাজ করেছি। এখন আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দেওয়া শুরু করেছি, তারা এর বিরোধিতা করছে। কতোটা দাম্ভিকতা! আপনারা আপনাদের প্রতিশ্রতি বাস্তবায়ন করেন নি!’


রাইজিংবিডি/ঢাকা/১৬ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়