ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাব

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের চার নারী ডেমোক্রেট সদস্যকে উদ্দেশ্য করে ‘বর্ণবাদী মন্তব্য’ করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিন্দা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

ওই নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, ট্রাম্পের ‘বর্ণবাদী মন্তব্য নতুন আমেরিকান ও বিভিন্ন বর্ণের লোকদের মধ্যকার ভয় ও বিদ্বেষকে বৈধতা দিচ্ছে।’

মঙ্গলবার সন্ধ্যায় ডেমোক্রেট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে আনা নিন্দা প্রস্তাবের পক্ষে ২৪০ ও বিপক্ষে ১৮৭ ভোট পড়ে। রিপাবলিকান দলের চার সদস্যও প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

গত রোববার ট্রাম্প একাধিক টুইটে প্রতিনিধি পরিষদের সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ, ইলহান ওমর, আয়ানা প্রেসলি এবং রাশিদা তালিবকে উদ্দেশ্য করে বলেছেন, তার এমন দেশ থেকে এসেছেন ‘যেগুলোর সরকার সম্পূর্ণ বিপর্যয়কর এবং তাদের সেখানে চলে যাওয়া উচিৎ।’

ট্রাম্প অবশ্য তার টুইটে এই চারজনের নাম উল্লেখ করেন নি। তবে বর্তমানে যুক্তরাষ্ট্রের নাগরিক ও ডেমোক্রেট দলের এই চার সদস্যের বিরুদ্ধেই যে তার মন্তব্য তা একেবারে স্পষ্ট। ‘দ্যা স্কোয়াড’ হিসেবে পরিচিত এই নারীরা ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে প্রথমবারের মতো প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।

ট্রাম্পের বিরুদ্ধে আনা নিন্দা প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার ইতিহাসের প্রত্যেকটি পর্যায়ে অভিবাসীদের অবদান রয়েছে। আদিবাসীদের বংশধর এবং আফ্রিকান-আমেরিকান দাস ছাড়া সব আমেরিকান অভিবাসী কিংবা অভিবাসীদের বংশধর।’

এতে আরো বলা হয়, দেশপ্রেম বর্ণ বা জাতিগতভাবে সংজ্ঞায়িত করা যায় না।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়