ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মুম্বাই হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ হাফিজ গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুম্বাই হামলার ‘প্রধান পরিকল্পনাকারী’ হাফিজ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত পাকিস্তানের জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদে অর্থজোগানের অভিযোগে বুধবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডন অনলাইন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মুখপাত্র ড.শাহবাজ গিল বলেছেন, সাঈদের বিরুদ্ধে মূল যে অভিযোগ আনা হয়েছে সেটি হচ্ছে নিষিদ্ধঘোষিত সংগঠনের জন্য অর্থ সংগ্রহ।

গ্রেপ্তারের পর সাঈদকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাঞ্জাবের কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি)

২০০৮ সালের নভেম্বরে ভারতে মুম্বাইয়ে ১০টিরও বেশি জায়গায় সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই ঘটনায় ১৬৪ জনেরও বেশি নিহত হন। ভারত দাবি করে আসছে এই হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদ। যুক্তরাষ্ট্র  ও ভারত হাফিজকে গ্রেপ্তারের জন্য পাক সরকারের ওপর দীর্ঘদিন ধরেই চাপ প্রয়োগ করে আসছিল।

অবশ্য ২০১৭ সালে হাফিজ সাঈদ ও তার চার সহযোগীকে সন্ত্রাসবাদ আইনের অধীনে পাকিস্তান সরকার আটক করেছিল। কিন্তু পাঞ্জাবের জুডিশিয়াল রিভিউ বোর্ড তাদের বন্দিদশা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করে ১১ মাস পরেই মুক্তি দেয়।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়