ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ইরাকে বন্দুক হামলায় তুর্কি কূটনীতিক নিহত

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ১৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরাকে বন্দুক হামলায় তুর্কি কূটনীতিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলে এক বন্দুকধারীর হামলায় তুরস্কের এক কূটনীতিকসহ দুজন নিহত হয়েছে। বুধবার কুর্দি নিরাপত্তা কর্মকর্তা এবং তুরস্কে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দুই কুর্দি নিরাপত্তা কর্মকর্তা ও এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তুর্কি  কূটনীতিকরা ইরবিলের যে রেঁস্তোরায় খাবার খাচ্ছিলেন সেখানে এক বন্দুকধারী গুলি ছোঁড়ার পর গাড়িতে করে পালিয়ে যায়। ওই হামলাকারীর আরো এক সহযোগী ছিল।

কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ওই হামলাকারীদের খোঁজে অভিযান শুরু করেছে। তাৎক্ষনিকভাবে এই হামলার দায় কেউ স্বীকার করে নি।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে একজন ইরবিলে তুর্কি কনস্যুলেটে কাজ করতেন।

এক বিবৃতিতে কুর্দিস্তানের নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলায় দুজন নিহত হয়েছে। এদের একজন কূটনীতিক এবং অপরজন বেসামরিক নাগরিক। এছাড়া এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১৭ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়