ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাম্পের ‘কদর্য’ প্রচারণা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাম্পের ‘কদর্য’ প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণায় ঘৃণা আর  বর্ণবিদ্বেষ ছড়ানোর ‘কদর্য’ নমুনা দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নর্থ ক্যারোলিনায় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা উপলক্ষে দেওয়া ভাষণে এই বিদ্বেষ উস্কে দিয়েছেন তিনি।

ট্রাম্প তার ভাষণে মিনেসোটা থেকে নির্বাচিত  কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমরকে উদ্দেশ্য করে ট্রাম্প তার ভাষণ দেন। এর আগে সোমালি বংশোদ্ভূত ইলহানসহ চার নারী কংগ্রেস সদস্যকে নিয়ে চলতি সপ্তাহের প্রথম দিকে ‘বর্ণবাদী মন্তব্য’ করেছিলেন ট্রাম্প। ব্যাপক সমালোচনার মুখেও ট্রাম্প তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন নি। ট্রাম্পের এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে মঙ্গলবার নিন্দা প্রস্তাবও এনেছিল ডেমোক্রেট দলের সদস্যরা।

বুধবার ট্রাম্প তার ভাষণে আবারও এই চার নারীকে নিয়ে মন্তব্য করেন। তিনি তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলেন, বিভিন্ন সময় তাদের ইসরায়েল বিরোধী মন্তব্য, যুক্তরাষ্ট্রের আইনব্যবস্থা নিয়ে সমালোচনা এবং ৯/১১ নিয়ে তাদের মন্তব্য উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘তারা আমাদের দেশকে ভালোবাসে না। তার অত্যন্ত ক্ষুব্ধ। তারা যদি এদেশ পছন্দ না করে তাহলে তাদের দেশ ত্যাগ করতে দিন, তারা দেশ ত্যাগ করুক।’

এসময় ট্রাম্পের সমর্থকরা ‘তাকে ফেরত পাঠাও’, ‘তাকে গ্রেপ্তার করো’ ইত্যাদি স্লোগান দেয়। এসময় অনেকে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের পক্ষেও স্লোগান দেয়।

ট্রাম্পের এই ভাষণের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্রেট দলের সদস্যরা।

ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিস বলেছেন,‘এটা কদর্য। এটা কাপুরুষোচিত। এটা জাতীয়তাবাদী। এটা বর্ণবাদী। এটা প্রেসিডেন্টের দপ্তরকে কলুষিত করেছে।’

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন টুইটারে লিখেছেন, ‘জনাব প্রেসিডেন্ট, আমি আপনাকে বলতে চাইছি এটা আমাদের দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদেরকে কী শক্তিশালী করেছে তা  কখনোই আপনি বুঝবেন না।’


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়