ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী আব্বাসি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসিকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে এনএবি জানিয়েছে,  তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগে গত বছর দায়ের করা একটি মামলায় আব্বাসিকে গ্রেপ্তার করা হয়েছে।

এক সংবাদ সম্মেলনে যোগ দিতে লাহোরে যাওয়ার সময় আব্বাসিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তান মুসলিম লীগ (এন) এর নেতা আহসান ইকবাল এই গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছেন, ‘আমার বিশ্বাস আজ পাকিস্তানের ইতিহাসে আরো একটি কলঙ্কময় দিন।’ প্রধানমন্ত্রী ইমরান খান এই গ্রেপ্তারের মাধ্যমে বিরোধীদের ওপর দমন-পীড়ন চালানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

২০১৭-১৮ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার ও নিয়ম লঙ্ঘন করে এলএনজি টার্মিনাল নির্মাণের দায়িত্ব একটি প্রতিষ্ঠানকে দেওয়ার অভিযোগ আছে আব্বাসির বিরুদ্ধে। পিএমএল (এন) প্রধান নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণার পর এ পদে আসীন হয়েছিলেন আব্বাসি। গত বছর তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এনএবি।


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়