ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তুরস্কে বাস উল্টে ১৭ জন নিহত

সাজেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তুরস্কে বাস উল্টে ১৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি মিনিবাস উল্টে ১৭ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ২০ জন।

নিহতদের পরিচয় নিশ্চিত না হলেও তুরস্কের কর্তৃপক্ষ মনে করছে, তারা পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের নাগরিক হতে পারে। এরা তুরস্ক হয়ে  ইউরোপ যাওয়ার চেষ্টা করছিল।

মিনিবাসটি ভেন অঞ্চলের সাথে ওজাল্প জেলার সংযোগকারী সড়কে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় পত্রিকা ডেইলি সাবাহ জানিয়েছে।

তুরস্কের ভেন অঞ্চলের গভর্নর মেহমেট এমিন বিলমেজ স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মিনিবাসটি একটি পার্বাত্য সড়ক ধরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

অল্প সময়ের মধ্যে উদ্ধার অভিযানও শুরু হয়। ইরান সীমান্তের কাছে মুরাদিয়া থেকে রওনা দিয়ে অভিবাসনপ্রত্যাশীরা ইউরোপ যাওয়ার জন্য এই পথে যাচ্ছিল।

১৭/১৮ আসনের মিনিবাসে ৬৭ জন অভিবাসীপ্রত্যাশী ছিল। এদের মাঝে শিশুও রয়েছে বলে জানান ভেন অঞ্চলের গভর্নর।

উল্লেখ্য, এক মাসের মধ্যে এটি দ্বিতীয় দুর্ঘটনা। কিছুদিন আগে একই এলাকায় ইউরোপ যেতে প্রত্যাশী পাকিস্তান ও ভারতের ১০ নাগরিক দুর্ঘটানায় প্রাণ হারান।


রাইজিংবিডি/ঢাকা/১৮ জুলাই ২০১৯/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়