ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারী আত্মঘাতীর বোমা হামলা, নিহত ৮

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১১, ২১ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারী আত্মঘাতীর বোমা হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় অন্তত আট জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৮ জন। রোববার সকালে ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

তেহরিক-ই-তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। হামলাকারী এক নারী ছিল বলে দাবি করেছেন পাকিস্তানের কর্মকর্তারা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, শহরের বাইরে রাস্তার পাশে একটি তল্লাশি চৌকিতে দুই পুলিশ সদস্যকে হত্যার পর এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াকার আহমদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘তাদের মৃতদেহ যখন হাসপাতালে নেয়া হচ্ছিল বোরকা পরিহিত এক আত্মঘাতী হামলাকারী ‍যাকে নারী বলে ধারণা করা হচ্ছে, সে বোমার বিস্ফোরণ ঘটায় এবং ব্যাপক প্রাণহানি ঘটায়।’

তিনি জানান, বিস্ফোরণে হাসপাতালের জরুরি বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আহত কয়েকজনকে অন্য শহরে স্থানান্তর করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

তেহরিক-ই-তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছেন, প্রায় এক মাস আগে দুই তালেবান কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে হামলাকারী নারী ছিলনা বলে তিনি দাবি করেছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়