ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী তুর্কি শাসকদের বংশধর!

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী তুর্কি শাসকদের বংশধর!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া বরিস জনসন তুরস্কের ওসমানি শাসকদের বংশধর বলে দাবি করেছে তুর্কি রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমগুলো। বুধবার অধিকাংশ তুর্কি সংবাদমাধ্যমের শিরোনাম ছিলো ‘ওসমানি প্রপৌত্র’ ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ায় আঙ্কারা-লন্ডনের সম্পর্ক অনেক বেশি জোরদার হবে এখন।

ওসমানি সাম্রাজ্যের শেষ শাসকের স্বরাষ্ট্রমন্ত্রী আলি কামাল ছিলেন জনসনের পূর্বপুরুষ। এ কারণে অনেক তুর্কিই জনসনকে নিয়ে গর্ব করেন। কিছু তুর্কি সংবাদমাধ্যমতো জনসনকে আদর করে ‘বরিস দ্য তুর্ক’ উপাধি দিয়ে বসে আছে।

অবশ্য তুরস্ককে নিয়ে বেশ কয়েকবার অমর্যাদাকর মন্তব্য করেছেন জনসন। এমনকি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে নিয়ে তিনি অশালীন ছড়া লিখেছিলেন। ইউরোপীয় ইউনিয়নে ২০১৬ সালে তুরস্কের সদস্যের  ব্যাপারে যে ভোটাভুটি হয়েছিল তাতে ব্রিটেনকে ভেটো দেওয়ারও আহ্বান জানিয়েছিলেন বরিস জনসন।

বিরোধীদলীয় দৈনিক সোজকুর প্রথম পাতায় বুধবার শিরোনাম ছিল ‘ওসমানি প্রপৌত্র প্রধানমন্ত্রী হলেন’।

জনসনের মতো তার পূর্বপুরুষ আলি কামাল সাংবাদিক ছিলেন। ওসমানি সাম্রাজ্যের শেষ সময় জাতীয়তাবাদীরা তাকে আটক করে এবং মৃত্যুদণ্ড দেয়।


রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়