ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ট্রাম্পকে দায়মুক্ত করা হয়নি’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:২০, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ট্রাম্পকে দায়মুক্ত করা হয়নি’

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রুশ সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তকারী বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলার বলেছেন, তার তদন্ত প্রতিবেদনে ট্রাম্পকে  ‘দায়মুক্ত’ বলা হয় নি। বুধবার মার্কিন কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে তিনি এ কথা বলেছেন।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে প্রায় দুই বছর ধরে তদন্ত করছেন মুয়েলার। গত মার্চে তিনি তদন্ত প্রতিবেদন জমা দেন।  নির্বাচনের আগে ট্রাম্পের প্রচারশিবিরের সঙ্গে রুশদের যোগাযোগ ছিল কি না তা সুস্পষ্টভাবে উল্লেখ করেন নি মুয়েলার। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের পক্ষ হয়ে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করেছিল।

নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রুশ সংশ্লিষ্টতায় সহযোগিতার অভিযোগে ৩৫ ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে অভিযুক্ত করেছিলেন মুয়েলার। তবে ট্রাম্প পরিবারের কোনো সদস্যকে অভিযুক্ত করা হয়নি। এফবিআইয়ের প্রাক্তন পরিচালক মুয়েলার প্রতিবেদনের উপসংহারে বলেছিলেন, তিনি ও তার দল প্রেসিডেন্টকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করতে সক্ষম হন নি। তবে তাকে দায়মুক্তও করছেন না।

অবশ্য প্রতিবেদন প্রকাশের পরপর ট্রাম্প দাবি করেছিলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনতে ব্যর্থ হয়েছেন মুয়েলার এবং ‘তথাকথিত’ রুশ সংশ্লিষ্টতার অভিযোগ যে মিথ্যা সেটাই প্রমাণিত হলো।

বুধবার কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে মুয়েলার বলেন,‘প্রেসিডেন্টের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছিল, তার প্রেক্ষিতে তাকে পুরোপুরি দায়মুক্ত বলা হয়নি।’

সাক্ষ্য দেওয়ার সময় অস্বচ্ছন্দ দেখাচ্ছিল মুয়েলারকে। অধিকাংশ প্রশ্নের উত্তর তিনি ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে সারেন। মাঝেমধ্যেই বলেন— ‘রিপোর্টেই তো এর উত্তর দেওয়া রয়েছে।’

প্রেসিডেন্ট অপরাধ করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন,‘বিচারবিভাগের নীতি মেনে আমরা অবস্থান নিয়েছিলাম প্রেসিডেন্ট কোনো অপরাধ করেছেন কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেব না। সেই অবস্থান পাল্টায়নি।’

নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কর্মজীবনে আমাদের গণতন্ত্রের প্রতি একাধিক চ্যালেঞ্জ দেখেছি। আমাদের নির্বাচনে রুশ সরকারের হস্তক্ষেপ চেষ্টা তার মধ্যে সবচেয়ে গুরুতর।’


রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়