ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের বাতানেস প্রদেশে ভূমিকম্প ও পরাঘাতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক।

শনিবার ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর ৫ দশমিক ৯ মাত্রার একটি পরাঘাতে কেঁপে ওঠে ওই এলাকা।

ভূমিকম্পে ওই এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি হয়নি।

মেয়র রাউল ডি সাগন জানিয়েছেন, ৬০ জন আহত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার সময় অধিকাংশ লোক বাড়িতে অবস্থান করছিল।

পুলিশ কর্মকর্তা উজি ভিল্লা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা বাড়িগুলো কাঁপতে দেখেছি। বাড়িঘরের কিছু দেয়াল ধসে পড়ে এবং কিছু হতাহতদের ওপর পড়ে। সকালের দিকে হওয়ায় অনেক গভীর ঘুমে ছিল। এ কারণে কিছু লোক নিহত হয়েছে।

ফিলিপিন্সের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার নির্বাহী পরিচালক রিকার্ডো জালাদ জানান, প্রথম ভূমিকম্পে পাঁচ জন নিহত হয়। পরাঘাতে নিহত হয় আরো তিন জন।


রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়