ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহত ১৪

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫০, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মিয়ানমারে পাথর খনিতে ধস, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক পুলিশ সদস্যও রয়েছে।

রোববার সকালে কাচিন রাজ্যের হপকান্তে এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো চার জন নিখোঁজ রয়েছেন। এদের সবাই মারা গেছে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ।

মিয়ানমারের উত্তরাঞ্চলে মূল্যবান পাথর খনিগুলোতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। সর্বশেষ গত এপ্রিলে খনির কূপ খননের সময় তীর ধসে ৫৫ শ্রমিকের মৃত্যু হয়।

হপকান্তের পুলিশ প্রধান থান উইন অং বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চার জনের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছেন। তারা খনির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আশঙ্কা করা হচ্ছে তারা মারা গেছেন।

তিনি বলেন, ‘আমরা দুই পুলিশ সদস্যকে উদ্ধার করতে পেরেছি। তারা মাথায় আঘাত পেয়েছিল। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে এক জন মারা গেছে।’


ইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়