ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাশ্মীরে আবারও কারফিউ জারি

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৯, ১১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীরে আবারও কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক : পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত দাবি করার এক দিনের মাথায় কাশ্মীরে আবারও কারফিউ জারি করেছে রাজ্য পুলিশ।

সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন জানিয়েছে, পুলিশকে লাউড স্পিকারে জনগণকে দ্রুত তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য নির্দেশনা প্রচার করতে দেখা গেছে। দোকানদারদের দ্রুত তাদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার এক টুইটে রাজ্য পুলিশ বলেছিল, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি শান্ত এবং রাজ্যের কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।

পুলিশের মহাপরিদর্শক দিলবাগ সিং বলেছেন, ‘পাথর ছোঁড়ার ছোটোছাটো ঘটনা ছাড়া কোনো অবাঞ্ছিত পরিস্থিতির উদ্ভব হয় নি যা,কুঁড়িতেই চিহ্নিত করে মোকাবেলা করা হয়েছে।’

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র শনিবার বলেছিলেন, গত কয়েক দিন ক্ষুদ্র আকারের কয়েকটি বিক্ষোভ হয়েছে যেগুলোতে ২০ জনের বেশি লোক ছিল না। এছাড়া সেখানে কোনো গুরুতর ঘটনা ঘটেনি।

গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে রাষ্ট্রপতির আদেশে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করার কথা জানান। এই অনুচ্ছেদের বলেই জম্মু ও কাশ্মীর ৭০ বছর ধরে বিশেষ রাজ্যের মর্যাদা পেয়ে আসছিল। শনিবার ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ এ সংক্রান্ত বিলে অনুমোদন দিয়েছেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়