ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

নর্থ মেসিডোনিয়ায় ২২ বাংলাদেশি ও পাকিস্তানি আটক

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্থ মেসিডোনিয়ায় ২২ বাংলাদেশি ও পাকিস্তানি আটক

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি গাড়ি থেকে অভিবাসন প্রত্যাশী ২২ জন বাংলাদেশি ও পাকিস্তানিকে আটক করেছে পুলিশ। রোববার দেশটির পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ বলেছে, শনিবার বিকেলে দেশের দক্ষিণাঞ্চলে ডেমির কাপিজা শহরের কাছে একটি জিপ গাড়িতে গাদাগাদি অবস্থায় ২২ বাংলাদেশি ও পাকিস্তানিকে উদ্ধার করা হয়।

পুলিশের অভিযোগ, এরা অবৈধভাবে গ্রিস থেকে নর্থ মেসিডোনিয়ায় প্রবেশ করেছে। তাদেরকে সীমান্ত শহর জিভজেলিজার একটি আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে। পরে তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে।

ইউরোপের ধনী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশে গ্রিস ও নর্থ মেসিডোনিয়াকে ব্যবহার করে অভিবাসন প্রত্যাশীরা। অবৈধ অভিবাসীদের প্রবেশ ঠেকাতে এই দেশগুলোর সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়