ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারত সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ১২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারত সীমান্তের কাছে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে নয়া দিল্লির সঙ্গে যখন ইসলামাবাদের উত্তেজনা চলছে তখনই ভারতের লাদাখ সীমান্তের কাছে নিজেদের বিমান ঘাঁটিতে পাকিস্তান সামরিক সরঞ্জাম পাঠাতে শুরু করেছে।

সোমবার টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

সরকারের একটি সূত্র জানিয়েছে, শনিবার লাদাখ সীমান্তের কাছে স্ক্যারাদু বিমান ঘাঁটিতে তিনটি সি-১৩০ পরিবহন বিমানে সামরিক সরঞ্জাম পাঠিয়েছে পাকিস্তান।  সীমান্ত এলাকায় পাকিস্তানের গতিবিধির ওপর নজর রাখছে ভারতের সংশ্লিষ্ট সংস্থাগুলো।

ওই সূত্রগুলো আরো জানিয়েছে, পাকিস্তান সম্ভবত স্ক্যারাদু ঘাঁটিতে তাদের জেএফ-১৭ যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে।

অবশ্য অন্য সূত্র জানিয়েছে, পাক সামরিক এবং বিমান বাহিনীর একযোগে যুদ্ধ মহড়া চালানোর লক্ষ্যকে সামনে রেখে এ জাতীয় মোতায়েন করা হতে পারে। অবশ্য ইসলামাবাদ বা নয়াদিল্লি এ খবরকে এখনও নিশ্চিত করে নি।

 

রাইজিংবিডি/ঢাকা/১২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়