ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে পাকিস্তান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ২০ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যাবে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান। মঙ্গলবার পাক পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি এ ঘোষণা দিয়েছেন।

গত ৪ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ঘোষণা করে বিজেপি সরকার। এরপর থেকেই কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যকার সম্পর্ক তপ্ত হয়ে উঠছে।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল এআরওয়াইকে দেওয়া সাক্ষাৎকারে  কুরেশি বলেছেন,‘আমরা কাশ্মীরের বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সব ধরণের আইনি দৃষ্টিকোণ বিবেচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়