ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ভারতের সঙ্গে আর আলোচনার কিছু নেই : ইমরান খান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের সঙ্গে আর আলোচনার কিছু নেই : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে আর আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ইমরান বলেছেন,‘তাদের সঙ্গে আর বলার কিছু নেই। আমি বোঝাতে চাচ্ছি, আমার যা কিছু বলার ছিল সবই বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন পিছনে ফিরে চিন্তা করে দেখছি, এতদিনের শান্তি প্রতিষ্ঠা ও আলোচনার সব প্রস্তাবকেই তারা তাদেরকে তুষ্ট করার চেষ্টা বলে ধরে নিয়েছে।’

ইসলামাবাদে প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া সাক্ষাৎকারে কাশ্মীর নিয়ে পাকিস্তানের দৌড়ঝাঁপ সম্পর্কে তিনি বলেছেন, ‘এর বেশি আমাদের আর করার কিছু নেই।’

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা খর্ব করে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। এর জের ধরে কাশ্মীরে যাতে বিক্ষোভ দানা বাঁধতে না পারে সেজন্য আগেভাগেই সেখানে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়, আটক করা হয় রাজনৈতিক নেতা-কর্মীদের।

সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে’ কাশ্মীরের ৮০ লাখ লোকের জীবন ঝুঁকিতে আছে।

তিনি বলেন, ‘সেখানে জাতিগত শুদ্ধি অভিযান ও গণহত্যা ঘটতে পারে বলে আমরা উদ্বিগ্ন।’

ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদিকে ফ্যাসিস্ট ও হিন্দু চরমপন্থী উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ‘তার উদ্দেশ্য হচ্ছে কাশ্মীরের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের উৎখাত করা এবং ওই অঞ্চলে হিন্দুদের বসতি স্থাপন করা।’


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়