ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন করে আলোচনার সময় নেই’

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ব্রেক্সিট চুক্তি নিয়ে নতুন করে আলোচনার সময় নেই’

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সতর্ক করে দিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন,ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদের (ব্রেক্সিট) চুক্তির সম্পূর্ণ অংশ নিয়ে নতুন করে আলোচনার সময় আর নেই।

এক মাসে আগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়া জনসন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন নতুন চুক্তি না করলে ৩১ অক্টোবর সম্ভবত চুক্তি ছাড়া ব্রেক্সিটের মুখোমুখি হতে হবে তাদের।

জবাবে ম্যাক্রন বলেছেন, চুক্তি ছাড়া ব্রেক্সিটের দৃশ্য ইউরোপীয় ইউনিয়নের কাম্য নয় এবং যদিও তা হয় সেজন্য ব্লক প্রস্তুত আছে।

তিনি বলেন, ‘আমি অত্যন্ত স্পষ্ট করতে চাই, আগামী মাসে আমরা কোনো নতুন প্রত্যাহার চুক্তি পাব না যা প্রকৃতটির থেকে বিস্তর ব্যবধানের।’


রাইজিংবিডি/ঢাকা/২২ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়