ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যামাজনের আগুন নিয়ে মন্তব্যে ক্ষেপেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৫, ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যামাজনের আগুন নিয়ে মন্তব্যে ক্ষেপেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : অ্যামাজনের বনে ভয়াবহ আগুন নিয়ে জাতিসংঘ ও ফ্রান্সের মন্তব্যে ক্ষেপেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তার দাবি, এটি  ব্রাজিলের অভ্যন্তরীণ বিষয়, এটি নিয়ে কারো নাক গলানো তিনি সহ্য করবেন না।

বৃহস্পবিার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস তাদের টুইটারে অ্যাকাউন্টে অ্যামাজন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দুজনই বলেছেন, অতীতের চেয়েও এবার অ্যামাজনের আগুন রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এই ধ্বংসাত্বক বিস্তৃত আগুন জলবায়ু পরিবর্তনে বাধা হয়ে দাঁড়াবে। 

এই মন্তব্যের জের ধরে বলসোনারো তার ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় বলেন, ‘এই দেশগুলো অ্যামাজন রক্ষায় যে অর্থ পাঠায়, তা দাতব্যের উদ্দেশ্যে নয় বরং তারা আমাদের দেশের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ করার উদ্দেশ্য নিয়েই এই অর্থ পাঠায়।’’ 

এর আগে বৃহস্পতিবার তিনি বলেছিলেন, এই আগুন ব্রাজিলের একার পক্ষে নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত সরঞ্জাম নেই। 

তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘অ্যামাজন রেইনফরেস্ট পুরো ইউরোপ মহাদেশের চেয়েও বড়।একা কীভাবে আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আমাদের এর জন্য পর্যাপ্ত উপকরণ নেই।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৩ আগস্ট ২০১৯/হাকিম মাহি/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়