ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

হাকিম মাহি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক :  ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি মারা গেছেন। টাইমস অব ইন্ডিয়া হাসপাতাল সূত্রে জানিয়েছে, শনিবার অর্থমন্ত্রী চিকিৎসাধীন মারা যান।

জানা যায়, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত ৯ আগস্ট থেকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ নজর রাখছিলেন তার উপর। সেই অবস্থাতেই শনিবার দুপুর ১২টা  ৯ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।

উল্লেখ্য, নরেন্দ্র মোদির বিগত সরকারের পাঁচ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে অরুণ জেটলি নিজেই মোদির এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়