ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ২৪ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক : নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। শনিবার দেশটির বিপ্লবী বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এ তথ্য জানিয়েছেন।

সালামি বলেছেন, ‘আমাদের দেশ সবসময় বিভিন্ন প্রতিরক্ষা ও কৌশলগত ব্যবস্থার পরীক্ষা চালিয়ে আসছে এবং এগুলো আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ক্ষমতাশালীদের বিরুদ্ধে অপ্রতিরোধ্য কর্মকাণ্ড।’

ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্যের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘গতকাল ছিল এই দেশের অন্যতম সফলতার দিন।’ তবে তিনি ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেন নি।

গত বছর ইরানের সঙ্গে স্বাক্ষরিত আন্তর্জাতিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই তিনি ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করেন। জবাবে ইরানও তার পরমাণু কর্মসূচির গতি বাড়ানোর হুমকি দিয়েছে।


রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়