ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কাশ্মীর নিয়ে ‘বিব্রত’ আইএএস কর্মকর্তার পদত্যাগ

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কাশ্মীর নিয়ে ‘বিব্রত’ আইএএস কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের লাখ লাখ মানুষের ‘মৌলিক অধিকার’ খর্ব করায় ‘বিব্রত’ এক ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) কর্মকর্তা পদত্যাগ করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আইএএস কমকর্তা ৩৩ বছর বয়সী কান্নান গোপীনাথ এ তথ্য জানিয়েছেন। সাত বছর আইএএস কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী গোপীনাথ গত ২১ আগস্ট পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এনডিটিভিকে তিনি বলেন, ‘আমরা পদত্যাগের কারণে কোথাও কোনো প্রভাব পড়বে না। তবে আমার মনে হয় একজনকে তার নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকা উচিত।’

পশ্চিম ভারতের দাদরা ও নগর হাভেলির কয়েটি গুরুত্বপূর্ণ বিভাগের সচিব ছিলেন গোপীনাথ। তিনি লোকসানে থাকা একটি সরকারি বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে মুখ্য ভূমিকা রেখেছিলেন।

গোপীনাথ বলেন, ‘জম্মু ও কাশ্মীরে ২০ দিন ধরে লাখ লাখ মানুষের মৌলিক অধিকার স্থগিত রাখা হয়েছে। অনেক ভারতীয়ের কাছেই এটি ঠিক বলে মনে হচ্ছে। ২০১৯ সালে ভারতে এটা ঘটছে। ৩৭০ অনুচ্ছেদ বা এটি রদ করা ইস্যু না, কিন্তু নাগরিকদের এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর অধিকার দেওয়া হচ্ছে না সেটাই প্রধান ইস্যু। তারা একে স্বাগত জানাতে পারতেন বা প্রতিবাদ জানাতে পারতেন-এটাই তাদের অধিকার।’

এই ইস্যুটি তাকে ‘বিব্রত করেছে’ বলে জানিয়েছেন গোপীনাথ।

তিনি বলেন, ‘এমনকি যখন এক প্রাক্তন আইএএস কর্মকর্তাকে বিমানবন্দর থেকে আটক করা হলো, তখন নাগরিক সমাজও ছিল প্রতিক্রিয়াহীন। এই দেশের অধিকাংশের কাছেই এটি ঠিক আছে বলে মনে হচ্ছে।’


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়