ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হংকংয়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের টিয়ার গ্যাস

আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার দাবিতে মিছিলের পর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ব্যবহার করেছে হংকংয়ের পুলিশ। রোববার কজওয়ে বে জেলায় এ ঘটনা ঘটেছে।

পুলিশ কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা ওয়ান চাই ও কজওয়ে বে থেকে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়েছে। এর আগে বিক্ষোভকারীরা সড়কের ওপর ব্যারিকেড দিয়েছিল, জানালা ভাঙচুর, সড়কে অগ্নিসংযোগ ও রেলস্টেশনে ভাঙচুর চালিয়েছে।

অস্কার নামে এক বিক্ষোভকারী বলেন, ‘দাঙ্গা পুলিশের কারণে আমরা যেতে পারছি না। তারা স্টেশন থেকে টিয়ার গ্যাস ছুঁড়ছে। আমরা নর্থ পয়েন্টের দিকে যাচ্ছি।’ কজওয়ে বে’র পূর্ব দিকে নর্থ পয়েন্ট এলাকা অবস্থিত।

এর আগে রাজনৈতিক সংকট উত্তরণে হংকংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়ে মিছিল করেছিল গণতন্ত্রপন্থিরা। মিছিলে থাকা অনেকের হাতে ‘প্রেসিডেন্ট ট্রাম্প, দয়া করে হংকংকে রক্ষা করুন,‘হংকংয়ে আবারও মহান করুন’,‘স্বাধীনতার জন্য লড়াই কর’,‘বেইজিংকে ঠেকাও, হংকং স্বাধীন কর’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল।


রাইজিংবিডি/ঢাকা/৮ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়