ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সৌদি আরবের ২ তেলখনিতে ড্রোন হামলা

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৪, ১৪ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সৌদি আরবের ২ তেলখনিতে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সরকারি তেল কোম্পানি আরামকোর দুটি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার এ হামলা চালানো হয়েছে।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে, আবকিয়াক প্রদেশের তেল খনি থেকে বিপুল পরিমাণ ধোঁয়া বের হচ্ছে।  দ্বিতীয় ড্রোন হামলাটি হয়েছে খুরাইস প্রদেশের তেল খনিতে।

সৌদি আরবের পূবাঞ্চলীয় প্রদেশ দাহরনা থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আবিকাকে বিশ্বের সবচেয়ে বড় তেলপ্রক্রিয়াজাতকরণ কারখানা রয়েছে। আর খুরাইসে রয়েছে সৌদির দ্বিতীয় বৃহত্তম তেলখনি।

এর আগে সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলার জন্য ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দায়ী করা হয়েছিল। এবার অবশ্য হামলার পেছনে কে বা কারা দায়ী সে ব্যাপারে রিয়াদের পক্ষ থেকে তাৎক্ষনিক প্রতিক্রিয়া আসে নি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষনিকভাবে জানা যায় নি।

এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খনি দুটির আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এতে বলা হয়েছে, ‘আরামকোর শিল্প নিরাপত্তা টিমগুলো ড্রোন হামলার কারণে সৃষ্ট আবিকাক ও খুরাইসের আগুন মোকাবেলায় কাজ করছে। দুটি স্থানেরই আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৯/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়