ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বৈঠকে বসবে না : খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বৈঠকে বসবে না : খামেনি

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কখনো দ্বিপাক্ষিক বৈঠকে বসবে না বলে সাফ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে ২০১৫ সালের পরমাণু চুক্তিতে ফিরে গেলে ওয়াশিংটনের সঙ্গে বহুপাক্ষিক বৈঠকে বসতে পারে তেহরান।

মঙ্গলবার এক অনুষ্ঠানে খামেনি এ কথা বলেছেন। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল তার এই বক্তব্য প্রচার করেছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠকে বসতে পারেন। সম্ভবত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক হবে।

বৈঠকের সম্ভাবনাকে নাকচ করে দিয়ে খামেনি বলেছেন, ‘যে কোনো পর্যায়ের ইরানি কর্মকর্তা কখনোই আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে কথা বলবে না...এটা ইরানের ওপর চাপ প্রয়োগ করার তাদের নীতির অংশ...তাদের সর্বোচ্চ চাপপ্রয়োগ করার নীতি ব্যর্থ হবে।’

তিনি বলেন,‘আমেরিকা যদি তাদের আচরণ পরিবর্তন করে এবং পারমাণবিক চুক্তিতে ফিরে যায়, তখন ইরান চুক্তিরা অন্যান্য পক্ষদের সঙ্গে বহুপাক্ষিক আলোচনায় বসতে পারে।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়