ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শতাধিক ব্যাগে ২৯ মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শতাধিক ব্যাগে ২৯ মৃতদেহ

শতাধিক প্লাস্টিক ব্যাগে লুকিয়ে রাখা ২৯ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে মেক্সিকোর কর্তৃপক্ষ।

সহিংসতাপূর্ণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিসকোর একটি গোপন কবর থেকে এগুলোর সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স।

চলতি বছরের প্রথম ছয় মাসে মেক্সিকোয় খুনের সংখ্যা রেকর্ডের শীর্ষ পৌঁছেছে। মাদক ও চোরাকারবারীদের আখড়া হিসেবে পরিচিত দেশটিতে গত বছরের ২৯ হাজার ১১১ খুনের রেকর্ডটি এবার পেছনে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জালিসকোর অ্যাটর্নি জেনারেল হেরার্দো সলিস এক সংবাদ সম্মেলনে জানান,চলতি মাসের প্রথম সপ্তাহে জাপোপান শহরের একটি কবরে মৃতদেহগুলো পাওয়া যায়। তদন্তকারীরা ১৩টি মৃতদেহের সবগুলো অংশ ও ১৬টির খণ্ডাংশ পেয়েছেন।

রাজ্য সরকার ও অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, এগুলোর মধ্যে দুই নারীর লাশও রয়েছে এবং তাদের মধ্যে অন্তত চার জনের বিরুদ্ধে অপরাধের রেকর্ড আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক রাজ্য অ্যাটর্নি জেনারেল দপ্তরের একটি সূত্র জানিয়েছে, তদন্ত চলমান থাকায় মৃতদেহের সংখ্যা আরও বাড়তে পারে।

মেক্সিকোর সংঘবদ্ধ অপরাধী চক্র প্রায়ই প্রতিদ্বন্দ্বী দলগুলোর লোকজনকে অপহরণের পর খুন করে গোপনে মাটিচাপা দেয়। এ ধরনের কবর পুরো মেক্সিকোতেই ছড়িয়ে আছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়