ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

ই-সিগারেট নিষিদ্ধ করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৮, ১৮ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ই-সিগারেট নিষিদ্ধ করলো ভারত

ই-সিগারেট নিষিদ্ধ করলো ভারত। বুধবার দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ ঘোষণা দিয়েছেন।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানান, তামাকের আসক্তি মোকাবিলার হাতিয়ার হিসাবে ই-সিগারেট ব্যবহার করা হলেও এটি এবং এই ধরণের অন্যান্য পণ্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারতে। এমনকী শিশুরাও না বুঝে এর প্রতি আসক্ত হয়ে পড়ছে।  এই ই-সিগারেট নিষিদ্ধকরণ এখন থেকেই কার্যকর করা হল।

তিনি বলেন, ‘এর অর্থ ই-সিগারেট সম্পর্কিত যে কোনো উৎপাদন, আমদানি-রপ্তানি, পরিবহন, বিক্রয়, বিতরণ ও বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।’

ই-সিগারেট নিষিদ্ধ সংক্রান্ত অধ্যাদেশে নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে প্রথমবার ভুল করে এই আইন লঙ্ঘন করলে কারাদণ্ড না হলেও এক লাখ টাকা জরিমানা হবে।

সীতারামন জানান, অধ্যাদেশটি এখন অনুমোদনের জন্য প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের কাছে পাঠানো হয়েছে। প্রেসিডেন্টের সাক্ষরের পর এটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক হবে এবং সেখানে পাস হলে তা আইনে পরিণত হবে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়