ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কেনিয়ায় শ্রেণিকক্ষ ধসে নিহত ৭

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেনিয়ায় শ্রেণিকক্ষ ধসে নিহত ৭

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ধসে সাত শিশু নিহত ও কমপক্ষে ৫৭ জন আহত হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার ক্লাশ শুরু হওয়ার কয়েক মিনিট পরই প্রিসিয়াস ট্যালেন্ট টপ স্কুলের কাঠের কাঠামো ধসে পড়ে হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।

স্থানীয় সময় সকাল ৭টার একটু আগে শ্রেণিকক্ষটি ধসে পড়ে।

কেনিয়া সরকারের মুখপাত্র সাইরাস ওগুনা বলেছেন, সাত শিশু নিহত হয়েছে এবং এ পর্যন্ত ৫৭ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রেণিকক্ষ ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা জায়নি। তবে স্কুলটির চিকিৎসক মোজেস নদিরাঙ্গু শ্রেণিকক্ষ ধসে পড়ার জন্য কাছাকাছি একটি সুয়ারেজ পাইপকে দায়ী করেছেন। তিনি জানান,  পাইপটি ভবনটির ভিত্তিকে দুর্বল করে দিয়েছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

তিন বছর আগে ভারী বৃষ্টিপাতের পর নাইরোবিতে ছয়তলা একটি ভবন ধসে ৫১ জন নিহত হয়েছিল।


ঢাকা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়