ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইন্ডিয়ান ইকোনোমিক সামিট শুরু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৯, ৩ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইন্ডিয়ান ইকোনোমিক সামিট শুরু

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) উদ্যোগে নয়া দিল্লিতে ইন্ডিয়ান ইকোনোমিক সামিট-২০১৯ শুরু হয়েছে।

দুদিনব্যাপী এই সম্মেলনের প্রতিপাদ্য ‘ইনোভেটিং ফর ইন্ডিয়া : স্ট্রেনথদেনিং সাউথ এশিয়া, ইম্প্যাক্টিং দ্য ওয়ার্ল্ড’।

ডব্লিউইএফের সঙ্গে যৌথ এ আয়োজনে আছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং কনফেডারেশন অব ইন্ডিয়া ইন্ডাস্ট্রিজ।

এ সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বিকেলে সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জানিয়েছে বাসস।

বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপেও যোগ দেবেন তিনি। শুক্রবার সমাপনী অধিবেশনেও বক্তব্য রাখবেন শেখ হাসিনা।

সম্মেলনে বিদ্যমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক বহুধার প্রেক্ষাপটে আঞ্চলিক গুরুত্বের কৌশলগত বিষয়ে আলোচনা হবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণসহ জিডিপি প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের অর্জন তুলে ধরবেন।

সম্মেলনে ৪০টির বেশি দেশের ব্যবসায়ী, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সুশীল সমাজ, আন্তর্জাতিক সংস্থা, শিল্প সংস্কৃতির ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তি, ফোরামের সদস্য দেশের প্রতিনিধি, সামাজিক উদ্যোক্তা, তরুণ নেতৃত্বসহ আটশ’র বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন।


রাইজিংবিডি/ঢাকা/৩ অক্টোবর ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়