ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘হংকং স্বাধীন কর’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘হংকং স্বাধীন কর’

হংকংয়ের হাই কোর্টের বাইরে কালো মুখোশ পরে শত শত বিক্ষোভকারী স্বাধীনতার পক্ষে স্লোগান দিয়েছেন। বুধবার এক আন্দোলনকর্মীর দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় তারা ‘হংকং স্বাধীন কর, আমাদের সময়ের বিপ্লব’ স্লোগান দেয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতের দেয়ালে ‘ইতিহাস আমাদের মুক্ত করবে’,আমরা যদি জ্বলি তুমিও আমাদের সঙ্গে জ্বলবে’, ‘পেছনে ফেরা নয় হংকং’ ইত্যাদি লেখা ছিল।

চীন থেকে স্বাধীনতার আন্দোলনের কর্মী ২৭ বছরের এডওয়ার্ড লিআংসহ দুজনকে ২০১৬ সালে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আপিল আবেদনে লিআংয়ের আইনজীবীরা বলেছেন, তাকে দেওয়া সাজার পরিমাণ অনেক বেশি। সহিংস আন্দোলনে জড়িত অন্যান্যদের এরচেয়ে কম সাজা দেওয়া হয়েছে।

এদিকে, রোববার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে দুই শতাধিক দোকান ও জনসেবা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েক মাস ধরে চলা বিক্ষোভের কারণে বন্ধ রয়েছে শতাধিক রেস্তোঁরা। এতে বেকার হয়ে পড়েছে দুই হাজার কর্মী।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়