ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাদা কাগজ জমা দিয়ে সর্বোচ্চ নম্বর!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ১০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাদা কাগজ জমা দিয়ে সর্বোচ্চ নম্বর!

শিক্ষকের কাছে সাদা কাগজ জমা দিয়েছিলেন এক জাপানি শিক্ষার্থী। মজার ব্যাপার হচ্ছে, সেই শিক্ষার্থীকেই সর্বোচ্চ নম্বর দিয়েছেন শিক্ষক।

বিবিসি জানিয়েছে, ইমি হাগা নামের ওই শিক্ষার্থী অদৃশ্য কালি দিয়ে একটি রচনা লিখে শিক্ষকের কাছে জমা দিয়েছিলেন। প্রথমে শিক্ষক বিষয়টি বুঝতে পারেন নি। পরে তিনি ইমির লেখা কাগজটি চুলার ওপর ধরলে লেখাগুলো স্পষ্ট হতে শুরু করে। জাপানে নিনজাদের এই কৌশলকে ‘আবুরিদাশি’বলা হয়। সয়াবিন ভিজিয়ে তা পিষে এই অদৃশ্য কালি তৈরি করা হয়।

নিনজা ইতিহাসের শিক্ষার্থী ইমি হাগা বলেন, ‘ছোটবেলায় একটি বই থেকে আমি এই কৌশল শিখেছিলাম। আমি আশা করেছিলাম, কেউ এই ধারণা নিয়ে হয়তো কাজ করবে না।’

নিনজা হচ্ছে প্রাচীন জাপানের একদল গুপ্ত ঘাতক। এরা কালো পোশাকে নিজেদের আবৃত করে রাখতো।

মেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষের নিনজা ইতিহাসের ক্লাসে ইমি হাগা ও তার সহপাঠীদের নিনজা জাদুঘর নিয়ে একটি রচনা লিখতে দেওয়া হয়।

ইমি বলেন, ‘অধ্যাপক যখন বললেন, সৃষ্টিশীলতার জন্য তিনি সর্বোচ্চ নম্বর দেবেন, তখন আমি অন্যদের চেয়ে ভিন্নভাবে রচনা লেখার চেষ্টা করলাম। আমি এক মুহূর্ত চিন্তা করার পর আবুরিদাশি পদ্ধতিতে লেখার সিদ্ধান্ত নেই।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়